Skip to main content

Posts

Showing posts from December, 2015

Gynae & Obs SBA Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examination.

বোকা ছেলেদের কাউকে নিয়ে দেখা স্বপ্নগুলো কখনো সফল হয় না

বোকা ছেলেদের কাউকে নিয়ে দেখা স্বপ্নগুলো কখনো সফল হয় না..... প্রথমেই এই ছেলেগুলো যে ভুলটি করে, তা হল- নিজের স্বপ্নের কথা ভণিতা ছাড়াই মেয়েটিকে জানিয়ে দেয়..... ফলশ্রুতিতে ছেলেটি অপমানিত হয়ে নিজের স্বপ্নকে লুকিয়ে রাখতে বাধ্য হয়..... এরপর দীর্ঘ অপেক্ষার শেষে ছেলেটি যখন মেয়েটির সংস্পর্শে আসার সুযোগ পায়, তখন নিজের দেখা স্বপ্নকে লুকিয়ে রেখে বন্ধুত্বপূর্ণভাবে পাশাপাশি এগিয়ে চলে..... এভাবে পাশাপাশি চলার সুযোগকেই ছেলেটি, অনেক বড় একটা প্রাপ্তি মনে করে.... ফলশ্রুতিতে অনেক সুযোগ পেয়েও ছ েলেটি হৃদয়ের মাঝে লুকিয়ে রাখা তার স্বপ্নকে কখনোই আর মেয়েটির কাছে প্রকাশ করে না...... ছেলেটি একটা কথায় মাথায় রাখে, আর কোন বোকামি যেন তাকে মেয়েটির কাছ থেকে দূরে সরিয়ে না দেই.... এভাবে বোকা ছেলেরা নিজের হৃদয়ের মাঝে স্বপ্নকে লুকিয়ে রেখে, বন্ধুবেশে একসাথে এগিয়ে চলে.... বোকা ছেলেরা এভাবেই নিপুণ অভিনয় করে যায় আর মেয়েটি বঞ্চিত হয় প্রকৃত স্বপ্নের রানী হওয়া থেকে.....