কখনো কখনো অজান্তেই হৃদয়ে কিছু কিছু স্বপ্ন ফুটে উঠে। এর মাঝে কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আবার কিছু কিছু স্বপ্ন বাস্তবে এসে ধরা দেয়। হয়তোবা ঝরে যাওয়া স্বপ্নগুলো নতুনকোন স্বপ্ন দিয়ে ঢাকা পড়ে যায়! এভাবে নতুন নতুন স্বপ্ন দেখতে দেখতে হৃদয় একসময় ক্লান্ত হয়ে যায়! হৃদয়ের মাঝে জমে থাকা ভালোবাসাগুলো তার সজীবতা হারিয়ে ফেলে। ধীরে ধীরে স্নিগ্ধ হৃদয় ঊষর মরুভূমিততে পরিণত হয়! কিন্তু যদি হৃদয়ের মাঝে ফুটে উঠা স্বপ্ন একবার ভাষা খুজে পায়, তখন এই স্বপ্নকে কেন্দ্র করে জেগে উঠে নতুন নতুন স্বপ্ন। যে স্বপ্নের কেন্দ্রবিন্দুতে থাকে শুধু সেই স্বপ্নকুমারী! নতুন এই স্বপ্নগুলো হৃদয়ে জমে থাকা ভালোবাসাগুলোকে সজীবতা দান করে। আমৃত্যু এই ভালোবাসা জেগে থাকে হৃদয়ে। তোমাকে নিয়ে আমার দেখা এই স্বপ্নকে কেন্দ্র করে, আমরা কি পারি না জীবনকে সাজাতে?? নতুন কোন স্বপ্ন দেখতে?? যে স্বপ্ন গড়ে উঠবে দুজনের ভালোবাসায়!! যেখানে বয়ে যাবে দুজনের সম্মিলিত ভালোবাসার স্রোত!! তোমাকে নিয়ে দেখা স্বপ্নকে কেন্দ্র করে অপেক্ষার প্রহর গুণছি!! জানিনা এই অপেক্ষার শেষ পরিণতি কি হবে!! তোমাকে নিয়ে দেখা স্বপ্নকে কেন্দ্র করে ন...