Showing posts with label গান. Show all posts
Showing posts with label গান. Show all posts

Monday, 2 November 2015

তোর হাতটি ধরে










তোর হাতটি ধরে বেচে থাকার স্বপ্ন দেখি
তোকে পাশে রেখে সামনে এগিয়ে চলি
তোর প্রেমে পাগল আমি, ছুটে চলে আসি
চোখের ভাষায় ভালোবাসা খুজে ফিরি ।
তোর হাতটি ধরে বেচে থাকার স্বপ্ন দেখি
তোকে পাশে রেখে সামনে এগিয়ে চলি
তোর প্রেমে পাগল আমি, ছুটে চলে আসি
চোখের ভাষায় ভালোবাসা খুজে ফিরি ।


হৃদয়ের প্রতিটি কোণে, চোখেরই মণিকোঠাতে
তোর জাগানো প্রেম, জেগে উঠে বারে বার
তোকে পেয়ে হায় জীবনের অর্থ খুজে পায়
তোর ভালবাসাতে সিক্ত হয়ে যায়

তোর ঠোটের হাসিতে... খুসিতে আমার প্রাণটি নাচে
তোর চোখের মায়াতে... প্রেম জেগে উঠে হৃদয়ে
তোর নুপুরের তালে তালে... ক্লান্তি ভূলে চলি
পথের শেষে তোর ভালোবাসার প্রতিচ্ছবি দেখি।


তোর মনের সাথে হৃদয় মিশে
স্বপ্ন বুনে যায় গহীন অরন্যে
ভালবেসে হারায় আমি তোর...ই মাঝে
তোর হাতটি ধরে বেচে থাকার স্বপ্ন দেখি
তোকে পাশে রেখে সামনে এগিয়ে চলি।


Monday, 1 June 2015

মেয়ে তোমার হৃদয় পঠে













মেয়ে তোমার হৃদয় পঠে 
আমার ছবি ভেঁসে উঠে কি???? 
রাতের আধারে আমায় নিয়ে স্বপ্ন দেখ কি!!! 
আমার হৃদয়ে তোমার ছবি একে রেখেছি!
মেয়ে তোমার হৃদয় পঠে 
আমার ছবি ভেঁসে উঠে কি????? 

স্বপ্নে এসে মন কেড়েছ 
হৃদয়ে প্রেমের আগুন জ্বেলেছ 
সেই আগুনে মরি মরি হায় 
মেয়ে তোমায় ভালবেসে হয়েছি পাগলপ্রায় 

তোমার হাতে রেখে হাত 
চায় কাঁটাতে গহীন সারা রাত... 
মেয়ে তোমায় ভালবাসি, বুঝতে পার কি 
তোমায় ভেবে বেঁচে রয়েছি 
মেয়ে তোমার হৃদয় পটে 
আমার ছবি ভেঁসে উঠে কি!!!!

মিষ্টি মুখের দুষ্টু হাসি 
প্রাণ জুড়িয়ে দেয় 
ভ্রমর কালো নয়ন তোমার 
ক্ষনে ক্ষনে চায় 
মেয়ে তোমায় ভালবাসি বুঝতে পার কি 
এই হৃদয়ে তোমায় ভেবে 
বেঁচে রয়েছি.... বেঁচে রয়েছি.....