আমি এসেছি কোথায় ?
সবুজ-শ্যামল মাঠ
নেই
গাছে গাছে পাখিদের কলরব নেই,
নেই কোন প্রাণীর গুঞ্জন ।
আমি এসেছি কোথায় ?
চারিদিকে দীর্ঘকায় ভবন
ঢেকে দিয়েছে সব
নৈসর্গিক চিত্র ।
খোয়ানো হয়েছে চরণভূমি, খেলার মাঠ
চাপা পড়ে গেছে
প্রিতি-ভালবাসা
আমি এসেছি কোথায় ?
নুড়ি পাথরের ন্যায় কঠোর হয়েছে
মেজাজ, প্রকৃতি, অভিপ্রায়।
বিলোপ হয়েছে বাঙালি মনের
অকৃত্রিম স্নেহ ভালবাসা
আমি এসেছি কোথায় ?
পাশ্চত্য সংস্কৃতিতে তলিয়ে গেছে
মোদের শতবর্ষের ঐতিহ্য
হারিয়ে গিয়েছে বাঙালির চেতনা
আমি এসেছি কোথায় ?
এসো ভাই হাতে
হাত রাখি
বাঙালির পরিচয় বিশ্বদরবারে তুলে ধরি ।
*** কবিতাটি Download করতে এখানে ক্লিক করুন ।