রুবি জীবনের প্রথম ও শেষ ভালবাসা !! (দ্বিতীয় অংশ)
মনের আনন্দে চা খেতে খেতে গল্পে মেতেছিলাম আমরা দুই বন্ধু । চোখ তুলে তাকাতেই দেখি আমার সামনেই দাড়িয়ে আছে বোরকা পরিহিত অতিসাধারন এক নির্মল মেয়ে ! তার পাশেই ছিল আমার গ্রুপের একটি মেয়ে । জীবনে কখনো কোন অপরিচিত মেয়ের সাথে কথা না বললেও তাকে দেখার সাথে সাথেই কেন জানি তার সাথে কথা বলতে খুবই মন চাইল ! নিজের মনের সাথেই লেগে গের যুদ্ধ । নিজের মনকে হাজারো ভাবে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু না কিছুই হল না ! নিজের অজান্তেই আমার গ্রুপের মেয়টিকে বলে ফেললাম তোর সাথে এই মেয়েটির নাম কি? তখন আমাকে বলল তোর সামনেই দাড়িয়ে আছে ওকেই বল ! একথা শুনে আমার হৃদয়ের স্পন্দন হঠাত্ করেই বেড়ে যায় ! কিন্তু না হৃদয় স্পন্দনকে ছাড়িয়ে গেছে আমার অবচেতন মনের ভালবাসা ! যে ভালবাসার শক্তি আমার সমস্ত জড়তাকে জয় করে তাকে নাম
জিঙ্গেস করতে বাধ্য করেছিল । আস্তে করে জানতে চেয়েছিলাম তোমার নাম কি ? আমার কথা শুনে সে কি ভেবেছিল জানি না তবে মিষ্টি সুরে তার নামটি আমায় বলেছিল । তার কথার মাধুর্যে আমি আমার স্বাভাবিক আচরণ থেকে কিভাবে যে অনেকদূরে সরে গিয়েছিলাম সেটা আজও বুঝতে পারিনি
। অবচেতন মনেই মুখের ভেতর থেকে বেড়িয়ে এসেছিল তার সম্পর্কে জানার জন্য হাজারো ধরনের অপ্রাসঙ্গিক কথা । আমার অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে সে কিছুটা অবাকও হয়েছিল । তবুও সে আমার প্রতিটা প্রশ্নের উত্তর সাবলীলভাবে দিয়েছিল । এই সাবলীলতাই আমার হৃদয় প্রাঙ্গনে তার জন্যে ছোট্ট একটি কুঠির গড়েছিল । কিন্তু না এই কুঠিরে আবদ্ধ করে রাখার জন্য তেমন কিছুই তখন করতে পারি নি ! না, পারিনা বললে ভুল হবে আমার বিবেক আমাকে কিছু করতে দেইনি ! করতে দেইনি কারন পরের দিনই আমি জানতে পারলাম আমার ঘনিষ্ঠ বন্ধু ওকে অনেক পছন্দ করে ! তখন আমার মনে হল কে যেন আমার হৃদয়ের প্রতিটা অলিন্দ নিলয় কে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দিতে মত্ত হয়েছে ! একদিকে আমার ঘনিষ্ঠ বন্ধু আর অন্যদিকে আমার হৃদয়ের মাঝে আসন গড়ে বসা, রুবি !
#Z_Rubi55
চলবে........