২০১৮ সাল
পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোয় আলোকিত চারিদিক । স্নিগ্ধ আলোর আভায় তোমার মায়াবী চেহারা আরো শিহরণীয় হয়ে উঠেছে । তোমার ঠোঁটের কোনে লেগে থাকা মিষ্টি হাসিতে আমার হৃদয়ে আনন্দের জোয়ার বইছে । হরিণের মতো তোমার মায়াবী চোখদুটি আমার চোখের দিকে স্থীর হয়ে আছে । তোমার শুভ্র হাত আমার হাতের মাঝে আটকিয়ে আছে । তোমার পশমের চেয়েও নরম হাতের ছোয়া আমাই স্বপ্নলোকে হারিয়ে নিয়ে যেতে চাই । মাঝে মাঝে দক্ষিণা বাতাসে তোমার ভ্রমরের ন্যায় কেশগুলো তোমার অপরুপ চেহারাকে আড়াল করে দিতে চাচ্ছে । আর আমি তোমার সেই অপরুপ সুন্দর মুখটিকে দেখব বলে প্রতিবারই আঙুল দিয়ে সরিয়ে দিচ্ছে । সেই সময় ইচ্ছে করেই তোমার স্নিগ্ধ ত্বকে স্পর্শ করছি আর তোমার চোখে মুখে গভীর অনুভূতির ছাপ দেখছি । নিজেকে তখন খুবই ভাগ্যমান বলে মনে হতে থাকে যে তোমার মতো একজনকে আমি আপন করে পেয়েছি । তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো আজ ভাষা খুজে পেয়েছে যেমন পেয়েছিল আজ থেকে একবছর আগে সেই প্রথম সাক্ষাতে । তোমাকে দেখলে আমার অন্তরে যেমন হীম শীতল হাওয়া বয়ে যায় তেমনি তোমাকে না দেখতে পাওয়ার বেদনা অন্যদের অন্তরে যে লুত হাওয়া প্রবাহিত করে আজকে তা আবারও অনুভব করতে পারলাম । হঠাত্ প্রবল বাতাসে তোমার শাড়ির আচল উড়ে আমাকে আড়াল করে দেয় আর তুমি লজ্ঝায় নিজেকে লুকিয়ে নাও । আমি শাড়ির আচল তুলে তোমার মাথায় ঘোমটা দিয়ে নিজের বুকে আশ্রয় দিই । এভাবে কেটে যায় কিছুক্ষণ । হঠাত্ আমার প্রাণপ্রীয় ছোটবোন আমাদের প্রথম #Marriage #Anniversary এর কেক নিয়ে হাজির হয়ে যায় । আর তুমি লজ্জাবতীর মতো নিজেকে আমার বুক থেকে সরিয়ে নাও । কেকের উপর আমার নামের পাশে তোমার নামটি সুন্দর করে যে তুমিই লিখেছ তা আর বুঝতে বাকি থাকে না । এতিমধ্যেই সেখানে আমার শ্রদ্ধেয় বাবা মায়ের আগমণ ঘটলে তুমি লক্ষী বউয়ের মতো তাদেরকে আমাদের মাঝে নিয়ে চলে আসো । আমার সবাই মিলে আমার আর তোমার প্রথম বিবাহ বার্ষিকী আনন্দের সাথে পালন করি । এভাবে প্রতিটা #বিবাহ #বার্ষিকী কাটুক অপার আনন্দে , আল্লাহর রহমতে ।