মনের সবটুকু রং দিয়ে মনের পর্দা কখনো রাঙিয়েছ?
একেছ কি সেখানে কারো ছবি?
যদি না আঁক তবে তুমি বুঝবেনা।
তুমি বুঝবেনা তাকে না পাওয়ার বেদনা কতটুকু!
কাউকে নিয়ে কখনো স্বপ্ন দেখেছ?
যে স্বপ্নকে চাইলেই বাস্তব করতে পারো!
স্বপ্নের মাঝে হারিয়েছ কি দূর অজানায়?
যদি না হারাও তবে তুমি বুঝবেনা।
তুমি বুঝবেনা স্বপ্ন ভেঙ্গে যাওয়ার কষ্ট কতখানি!
কাউকে কখনো প্রান উজাড় করে ভালোবেসেছ?
তাকে ভেবে নির্ঘুম রাত্রি পার করেছ?
তার কষ্টে নিরবে কান্না করেছ?
যদি না কর তবে তুমি বুঝবেনা।
তুমি বুঝবেনা তাকে হারানোর হতাশা কেমন!
কষ্টের তীব্র ঘূর্নিঝড়ে বিধ্বস্ত কাউকে না দেখলে এই
আমাকে দেখে নাও!
তুমি যেদিন এই স্থানে থাকবে,উপলব্ধিতে নতুন
করে ধরা পড়বে,বেদনার রং কতটা নীল হতে পারে!
যা ধরনীর সব গাঢ় নীলকেও হার মানায় ! . . .