ও সব সময় কেন আমার পূর্ণিমার চাঁদকে (অবসর সময়কে) আমাবস্যার গহীণ অমানিশায় আবদ্ধ করে দিতে চাই ? মনের মাঝে কেন বার বার আমার স্বপ্নের রাণী হয়ে ভেসে উঠতে চাই ? কেনই বা ওর সাথে আমার চাওয়াগুলো বার বার মিলে যায় ?
কেন বার বার ওর বিষয়ে মনের মাঝে অজানা অতঙ্ক উকি দিয়ে উঠতে চাই ? নিজেকে যতই এসব থেকে দূরে রাখতে চাই ততবারই কেন ব্যর্থ হয় ?
জানি কখনোই সে আমাকে নিয়ে কল্পনার সাগরে ভেলা ভাসাবে না তবে কেন নিজে সেই ভেলার মাস্তুল কে আঁকড়ে ধরতে চাই ? জানি এসব কেনোর উত্তর এই জীবনে হয়তোবা পাব না !!
ওকে বলবনা এসব কেনোর উত্তর দিয়ে আমার হুদয়কে শান্ত করার জন্য । শান্ত হুদয়ে কি অশান্ত স্বপ্ন ভেসে উঠে ? রুবি কে কেউ বলে দিস এই অশান্ত হুদয়ের মাঝেই আমি সেই স্বপ্নের ভেলাটাকে নোঙর করাতে চাই ।