নিজেকে স্মার্ট মনে করলেও আপনি আসলে প্লেবয় !
ক্লাসের যে ছেলেটি সব চেয়ে সহজ সরল আপনি তাঁকে মনে করেন বলদ !
ক্লাসের সেই ছেলেটি যখন নিয়মিত ক্লাস করে,
তখন তাঁকে আপনি বলেন আতেল !
অথচ সেই আপনিই সেই আতেলের কাছ থেকে ক্লাসের পড়া জেনে নেন ,
আপনি যদি এতই স্মার্ট হোন তাহলে অন্যের কাছে ভিখারীর মতো কেন হাতপাতেন?
ক্লাসের যে ছেলেটি মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পায় তাঁকে মনে করেন ক্ষ্যাত !
ক্লাসের সেই ক্ষ্যাত ছেলেটিই যখন মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই,
সেই ক্ষ্যাত ছেলেটিকেই তখনি আপনি উপাধি দেন মেয়েপাগল !
অথচ সেই আপনিই এসএসসি পাশের আগেই ২টা গার্লফেন্ড বানিয়েছিলেন,
এইসএসসি পাশ করতেই আপনার গার্লফেন্ডের তালিকায় আরো দুজনকে যোগ করে ফেলেছেন,
সেই আপনিই গার্লফেন্ডের সাথে ডেটিং এ গিয়ে, জনতার হাতে ধরা খেয়ে সবকিছু ফেলে পালান
সেই আপনিই, এখনো মাঝে মাঝেই নতুন নতুন গার্লফেন্ডের সাথে ডেটিং করতে যান,
ডেটিং থেকেে এসে আবার বন্ধুদের কাছে গল্প করেন, বন্ধুদের মিষ্টি মুখ করান
অথচ ক্লাসের কোন মেয়েকেই আপনি বন্ধুর চোখে দেখেন না, এমনকি তাদের কলগার্ল মন করেন
তাহলে নিজেকে আপনি স্মার্ট মনে করেন কিভাবে ?? আপনি নিজেকে যতই স্মার্ট মনে করেন আসলে আপনি নিজেই একটা বলদ !! প্রকৃতপক্ষে আপনি একটা প্লেবয় !!
ক্লাসের সেই ক্ষ্যাত ছেলেটিই যখন মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই,
সেই ক্ষ্যাত ছেলেটিকেই তখনি আপনি উপাধি দেন মেয়েপাগল !
অথচ সেই আপনিই এসএসসি পাশের আগেই ২টা গার্লফেন্ড বানিয়েছিলেন,
এইসএসসি পাশ করতেই আপনার গার্লফেন্ডের তালিকায় আরো দুজনকে যোগ করে ফেলেছেন,
সেই আপনিই গার্লফেন্ডের সাথে ডেটিং এ গিয়ে, জনতার হাতে ধরা খেয়ে সবকিছু ফেলে পালান
সেই আপনিই, এখনো মাঝে মাঝেই নতুন নতুন গার্লফেন্ডের সাথে ডেটিং করতে যান,
ডেটিং থেকেে এসে আবার বন্ধুদের কাছে গল্প করেন, বন্ধুদের মিষ্টি মুখ করান
অথচ ক্লাসের কোন মেয়েকেই আপনি বন্ধুর চোখে দেখেন না, এমনকি তাদের কলগার্ল মন করেন
তাহলে নিজেকে আপনি স্মার্ট মনে করেন কিভাবে ?? আপনি নিজেকে যতই স্মার্ট মনে করেন আসলে আপনি নিজেই একটা বলদ !! প্রকৃতপক্ষে আপনি একটা প্লেবয় !!