তুমি আমাকে ব্লক করাই যতটা না কষ্ট পেয়েছি, তার থেকে অনেক বেশী খুশী হয়েছি
যখন তুমি আমাকে ব্লক লিস্ট থেকে রিমোভ করে দিয়েছ ।
জানিনা এটি এই মহান বিজয় দিবস উপলক্ষে আমার প্রতি তোমার সাধারণ ক্ষমা কিনা !
নাকি ব্লক লিস্ট থেকে রিমোভ করে তোমার চিরশত্রুকে তার ভুলের শাস্তি দেয়া !
( শাস্তি ? কিভাবে ??? কারন তুমি জানো যখন তোমাকে দেখবো, তখন অবশ্যই আমি কষ্ট পাবো । আর এভাবেই তুমি আমায় ভুলের শাস্তি দিয়ে যাবে ! )
নাকি সমস্ত কিছু ভুলে গিয়ে এই চিরশত্রু থেকে আগের সেই বন্ধুত্বের সম্পর্কে ফিরে আসা !
নাকি এইগুলোর কোনটিই নয় , তবে কি অন্য কিছু ?