তোমাকে নিয়মিত SMS Send করি না ! তাই বলে কি SMS তোমার জন্য লেখি না ? প্রতিদিন তোমাকে পাঠাবো বলে একটি করে হৃদয় দিয়ে SMS লিখি । কিন্তু তুমি বিরক্ত হও বলে সেই SMS টি লেখার পরে না পাঠিয়ে আবার Delet করে দিই ।
তোমাকে নিয়মিত ফোন করি না বলে মনে করো না তোমাই ভুলে গেছি । তোমাকে ফোন করব বলে ফোন থেকে তোমার নাম্বার বের করি কিন্তু তুমি ফোন পেয়ে বিরক্ত হবে বলে আর করতে পারি না ।
তোমাকে দেখার জন্য তোমার চারিদিকে আর যায় না বলে ভেব না তোমাকে দেখতে মন চাই না । তুমি বিরক্ত হবে বলে তোমাই দেখি না তবে প্রতিরাতে চাঁদের মাঝে অথবা হৃদরের আকাশে ঠিকই তোমার ছবি কল্পনায় ভাসিয়ে তুলি ।