Skip to main content

Gynae & Obs SBA Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examination.

৫৩ এমবিবিএস এর Batch Anniversary ও কিছু বাস্তব সত্য কথা !




আজ ( ১৪ জানুয়ারী ২০১৫ ) আমার জীবনের সবচেয়ে খুশির একটি দিন হওয়ার কথা ছিল কিন্তু সেটি কি আসলেই আমার জীবনের খুশির দিন হিসাবে আসলো ?? ২০১২ সালের এই দিন থেকেই RMC তে আমার পথ চলা শুরু হয়েছিল । তখন মনের ভিতর ছিল অনেক আশা, অনেক চাওয়া । জানিনা সেই চাওয়া-পাওয়া আমার জীবনের সব চেয়ে বড় ভুল ছিল কিনা !!!!! যেখানে দেখতে চেয়েছিলাম সবচেয়ে একতা, সেখানে আজ শুধুই বিভাজন। ভদ্রতার মুখোশের আড়ালে এত কুটিলতা, সরলতার আড়ালে এত জটিলতা, নীতির স্থানে সবচেয়ে নিতিহীনতা, ভালবাসার জায়গায় এত নিষ্ঠুরতা, এত স্বার্থপরতা, এত অপরাজনীতি, এত অবিশ্বাস দেখতে দেখতে আমি ক্লান্ত । মনে হয় সবাই অভিনয় করছে, সবাই সরলতাকে কেন্দ্র করে খেলছে।
ক্যাম্পাসে আসার পর থেকেই ৪র্থ বর্ষের ট্যুর নিয়ে অনেক মজার মজার ভাবনায় তলিয়া যেতাম । এটিই আমার মত সাধারণ ছাত্রের অন্যতম একটা চাওয়া ছিল কিন্তু সেই চাওয়া পূরণ হবে না এদেশের নষ্ট রাজনীতির জন্য । ( কেন যেতে পারছি না সেটা অন্যদিন বলব । তবে তোমাদের একটি কথাই বলে রাখছি ট্যুর নিয়ে আমার বা আমাদের হোস্টেলের কারো সাথেই কেউ কোন কথা বলে নি। আর যেই মিটিং এর কথা বলা হচ্ছে যেখানে আমরা নাকি উপস্থিতিই হয়নি !!! হাসবো না কাঁদবো বুঝতে পারছি না ! কেননা কবে কোথাই কখন কাদের সাথে কি নিয়ে মিটিং হয়েছে আমাদের কিছুই জানানো হয় নি )।
কলেজে এখন উৎসবমুখর পরিবেশ ৪র্থ বর্ষের ট্যুরকে কেন্দ্র করে । যেখানে আমাদের সবার থাকার কথা, কিন্তু সেখানে কি এক অজানা কারনে আমার মত সাধারণ ছাত্ররা ( মেইন হোস্টেলের) যেতেই পারছে না । শুধু আমার মত সাধারণ ছাত্ররা না, এই হোস্টেলের সবাই এই অজানা কারনে তাদের জীবনের সেই কাঙ্ক্ষিত ট্যুরে যেতে পারছে না । এমনকি আমাদের সাথে এই ট্যুরের মানেজমেন্টের কেউ কোন যোগাযোগই করে নি । আমাদের সাথে তারা কোন কথা বলে নি অথচ সেই তারাই মেয়েদের সাথে যোগাযোগ করে ট্যুরের সমস্ত আয়োজন কমপ্লিট করে ফেলেছে ।
ট্যুরের অনেক প্রোগ্রামের মধ্যে একটি ছিল Batch Anniversary পালন করা । আমরা যেহেতু ট্যুরে যেতে চাইলেও সেই অজানা কারনে ট্যুরে যেতে পারছি না তাহলে কি আমরা Batch Anniversary পালন করতে পারব না ??? আবার Batch Anniversary পালন না করে আমাদের কি শীতনিদ্রায় চলে যাওয়া উচিত ????
আমার মত সকলেরই খুব... খুব... খুব মন খারাপ কেননা আমার মত সাধারণ ছাত্ররা ট্যুরে যেতে পারছে না ! আমাদের মনের মাঝে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা পৃথিবীর কোন মনিষীর পক্ষে সম্ভব না ! এই কষ্টটাকে কিছুটা লাঘব করার জন্য আমরা যে কোন ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলাম যাতে আমাদের পাহাড়সম কষ্টটা কিছুটা কমে টিলার সমান হয়ে যায়।
ইতিমধ্যেই আমাদের ব্যাচের Batch Anniversary চলে আসল । সকলেই Batch Anniversary পালন করতে আগ্রহী । সকলেই Batch Anniversary পালন করবে কিন্তু আমাদের হোস্টেল ব্যতীত, আমরা কি ব্যাচের কেউ নয় যে Batch Anniversary পালন করতে পারব না ???? আমাদেরও অনেক আশা ছিল Batch Anniversary নিয়ে, ছিল অনেক পরিকল্পনা ! কিন্তু সবকিছু ভাসিয়ে দিল সেই ট্যুর ও ট্যুরের পরিকল্পনা ! কেননা Batch Anniversary এর অনুষ্ঠানটাও তারা তাদের ট্যুরের প্রোগ্রামের অন্তর্ভুক্ত করে নিয়েছিল !
Batch Anniversary এর সমস্ত পরিকল্পনা তাদের শেষ! Batch Anniversary উপলক্ষে বিশাল বড় একটা কেক কাঁটা হবে ! Batch Anniversary এর জন্য তারা সকলেই ইতিমধ্যে টাকা জমা দিয়ে দিয়েছে ! মেয়েরাও তাদের টাকা জমা দিয়ে দিয়েছে অথচ আমরা কিছুই জানতে পারলাম না ( অবশ্য Batch Anniversary টি ট্যুরের অন্তর্ভুক্ত থাকায় আমাদের জানার ও কথা না) ।
হঠাৎ করে আমাদের কারো একজনের কাছে তাদের ফোন এলো “ দোস্ত আমরাতো Batch Anniversary পালন করবো ! আমরা ইতিমধ্যেই টাকা দিয়ে দিয়েছি , মেয়েরাও টাকা দিয়ে দিয়েছে । তোরা যদি Batch Anniversary পালন করতে চাস তাহলে ৪০ টাকা করে জমা দিয়ে করতে পারিস ।’’
হায় খোদা! আমরা কি ব্যাচের অংশ না??? আমরা কি Batch Anniversary পালন করতে পারি না ????? নাকি আমরা Batch Anniversary কি জিনিস সেটা জানি না ??? নাকি জীবনে কোন শিক্ষা-প্রতিষ্ঠানে আমরা Batch Anniversary পালন করিনি ???? ......... যে আমাদের জানাতে হবে সব কিছু ঠিক করে ???????????
আমাদের মাথায় কি বিন্দু পরিমাণ বুদ্ধি নেই যে Batch Anniversary সম্পর্কে আমাদের মাথায় কোন পরকল্পনা আসবে না !!! নাকি আমরা ব্যাচের কাছে এতোটাই মূল্যহীন যে ব্যাচের কোন কিছুতে আমাদের অংশগ্রহণ করা সংবিধান বিরোধী!!! আমাদের মাথা কি এতোটাই গবরে পরিপূর্ণ ??????
আমরা কি পারতাম না আমাদের Batch Anniversary টাকে শুধু কেক কাঁটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো অনেক কিছু করতে ??? আমরা কি পারতাম না এইদিনে পদ্মার পাড়ে অথবা অন্য কোন জায়গায় ঘুরতে যেতে ??? আমরা কি পারতাম না রাতের বেলায় কোন রেস্টুরেন্টে একসাথে খেতে ??? অথবা সবাই মিলে কলেজ ক্যাম্পাসে একটি আড্ডার ব্যবস্থা করতে ???? সেই আড্ডায় আমরা কি সকলেই আমাদের ৩ বছরের সুখ-দুঃখের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারতাম না ??? আমরা কি পারতাম না Batch Anniversary উপলক্ষে কলেজ ক্যাম্পাসে কয়েকটি বৃক্ষ রোপন করতে ??? যেই বৃক্ষগুলো আজ থেকে যুগ যুগ ধরে কলেজ ক্যাম্পাসে আমাদের ব্যাচকে প্রতিনিধিত্ব করে যাওয়ার সুযোগ পেত!!!
যেখানে আমাদের অনুপস্থিতিতেই Batch Anniversary এর সব কিছু হয়ে যাচ্ছে সেই Batch Anniversary তে আমাদের যাওয়া উচিত কি ???? আমারাওতো মানুষ !! আমাদেরওতো কিছু ফিলিংস আছে !!! আমরা কেমন করে আমাদের স্বকীয়তার উপর বার বার তোমাদের নগ্ন হস্তক্ষেপ মেনে নেব, বল ??????
তারপরেও আমাদের Batch Anniversary এর অনুষ্ঠান নিয়ে যারা কষ্ট পেয়েছ, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত । হয়তোবা তোমাদের এই দুঃখ আগামী Batch Anniversary এর অনুষ্ঠানে লাঘব হয়ে যাবে! কিন্তু আমি ও আমার মত সাধারণ ছাত্রদের ট্যুরে যাওয়ার সুযোগকে তোমরা কেন এভাবে কুক্ষিগত করলে ???........? আমি ও আমার মত সাধারণ ছাত্ররা কি জীবনে কখনো আর এই সুযোগ পাবো ??????? নাকি আমি ও আমার মত সাধারণ ছাত্ররা গেলে তোমাদের ট্যুরের আনন্দ মাটি হয়ে যাবে ???
গতবারের ট্যুর নিয়ে আমাদের ৫২ ব্যাচের আপুদের কি ভুমিকা ছিল আর আমাদের ব্যাচের বোনরা কি ভুমিকা পালন করলেন ???? একটু ভেবে দেখলে সব কিছু বুঝতে পারবেন !
কি হত, আমরা যদি RMC তে নতুন ইতিহাস গড়ে একসাথে ট্যুরে যেতাম ????.....................?

Popular posts from this blog

Gynae & Obs SBA Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examination.

“Gynae & Obs SBA Questions” Gynae & Obs SBA Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examination. This app is based on the SBA (Single best answer) question of Gynae & Obs of FCPS part-1 examination held in Bangladesh (two times in every year) and Pakistan. It also helpful for MRCS exam, USMLE exam, Residency exam in all over the world especially India.   Every year thousands of students take part in this exam but they do not have enough confidence to answer this SBA, as SBA question is rarely available to practice.  

Anatomy MCQ Questions for MRCS PLAB USMLE AMC FCPS

“Anatomy MCQ Questions” Anatomy MCQ Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examination. This app is based on the MCQ (Single best answer) question of anatomy of MRCS, AMC, USMLE and FCPS part-1 examination held in Bangladesh (two times in every year) and Pakistan. It also helpful for MRCS exam, USMLE exam, Residency exam in all over the world especially India.  Every year thousands of students take part in this exam but they do not have enough confidence to answer this SBA, as SBA question is rarely available to practice.    So I make this project to help that thousands of student to practice MCQ question, to make them prepare, to be confidence and to be success in their exam & daily life.

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে জানুন। ডাক্তার এর পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক কে না বলুন।

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে জানুন। ডাক্তার এর পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক কে না বলুন। . ছবির রিপোর্টটিকে বলা হয়-ব্লাড কালচার। যখন কোন রোগ সনাক্ত করবার পরেও ঔষুধে ভালো হয় না, তখন আমরা ব্যাকটেরিয়াসমৃদ্ধ রক্তকে ল্যাবরেটরিতে পাঠাই। উদ্দেশ্য হল- কেন অতি সাধারণ একটা অসুখও ঔষুধ দিয়েও রোগ ভালো হচ্ছে না। ল্যাবে মাইক্রোবায়োলজিস্টরা সেই রক্তকে কয়েকদিন চাষ করেন। সেখানকার ব্যাকটেরিয়াদের উপর বিভিন্ন প্রকার এন্টিবায়োটিক দিয়ে দেখেন, সেই এন্টিবায়টিক ব্যাকটেরিয়াগুলোক মেরে ফেলতে সক্ষম কী না! যদি মারতে পারে তখন সেই এন্টিবায়োটিকের পাশে লেখা হয়- S (S for Sensitive). সেন্সিটিভ শব্দের অর্থঃ ঐ এন্টিবায়োটিকটি ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সক্ষম। যদি না পারে তখন আমরা লিখি- R (R for Resistant). অর্থঃ এখন আর এই এন্টিবায়োটিকটি ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সক্ষম নয়। আগে কাজ করলেও ব্যাকটেরিয়া নিজেকে বদলে ফেলেছে। ফলে একই অস্ত্র (এন্টিবায়টিক) দিয়ে ব্যাকটেরিয়াটিকে মেরে ফেলা যাচ্ছে না। এতে কী দাঁড়ায়? অতি সাধারণ রোগও আর এন্টিবায়োটিক দিয়ে সারবে না। রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াটি এখন ইচ্ছেমত বাচ্চাকাচ্চা দিতে পারবে। ...