Skip to main content

Posts

Showing posts from June, 2015

প্রেম বন্দি ব্লক লিস্টে!!

মেয়ে- মানুষের প্রোফাইল পিক দেখে ইনবক্সে কমেন্ট করা, আর সবকিছুকে একবারে লাইক করার মানে বুঝেন??? ছেলে- আসলে আমি ভাবিনি যে p.pic টা তোমার। আমিতো ভেবেছিলাম এটাও অন্যকারো হবে। প্রোফাইলেতো অনেকগুলো মেয়ের ছবি দেখলাম! একটার সাথে অন্যটার কোন মিল নেই! মানুষ ফেসবুক ব্যবহার করে একটু বিনোদনের জন্য,

মেয়ে তোমার হৃদয় পঠে

মেয়ে তোমার হৃদয় পঠে  আমার ছবি ভেঁসে উঠে কি????  রাতের আধারে আমায় নিয়ে স্বপ্ন দেখ কি!!!  আমার হৃদয়ে তোমার ছবি একে রেখেছি! মেয়ে তোমার হৃদয় পঠে  আমার ছবি ভেঁসে উঠে কি?????  স্বপ্নে এসে মন কেড়েছ  হৃদয়ে প্রেমের আগুন জ্বেলেছ  সেই আগুনে মরি মরি হায়  মেয়ে তোমায় ভালবেসে হয়েছি পাগলপ্রায়  তোমার হাতে রেখে হাত  চায় কাঁটাতে গহীন সারা রাত...  মেয়ে তোমায় ভালবাসি, বুঝতে পার কি  তোমায় ভেবে বেঁচে রয়েছি  মেয়ে তোমার হৃদয় পটে  আমার ছবি ভেঁসে উঠে কি!!!! মিষ্টি মুখের দুষ্টু হাসি  প্রাণ জুড়িয়ে দেয়  ভ্রমর কালো নয়ন তোমার  ক্ষনে ক্ষনে চায়  মেয়ে তোমায় ভালবাসি বুঝতে পার কি  এই হৃদয়ে তোমায় ভেবে  বেঁচে রয়েছি.... বেঁচে রয়েছি.....