গভীর রাত... বারান্দার ইজি চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছি... হঠাৎ রেলিং এর
উপর নিজের প্রতিবিম্ব দেখে ভড়কে গেলাম... "কে...?? কে তুমি...??" বলে
চিৎকার করে উঠলাম... "আমি তোমার আত্মা" উত্তর শুনে শিহরিত হয়ে উঠলাম.. ভয়ে
ভয়ে প্রশ্ন করলাম.. "কি হয়েছে তোমার?এমন অবস্থা কিভাবে হল তোমার...??"
আত্মাঃ তুমি আমাকে এত কষ্টে রেখেছ...!! অবস্থা আর কেমন হবে ???
আমিঃ কি..!! কষ্ট মানে ??? যা করি সব তোমার আনন্দের জন্যই করি... তোমার কষ্টের জন্য নয়.. বিকেলে তোমার স্বপ্নকুমারী, অহনার সাথে ঘুরি.. ঘুরে এসে সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিই লিজাকে নিয়ে... রাতে রুমার সাথে ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি..... সবকিছুই তোমার সুখের জন্যই করি....
আত্মাঃ তাহলে অধিকাংশ সময় আমার মন খারাপ থাকে কেন ??? এই সুখস্মৃতি গুলো সাময়িক কেন ??? কেন সারাদিন আমি অন্তদহণে প্রজ্বলিত হয়???
আমিঃ তুমিতো আছো আত্মিক সুখ নিয়ে !! এতো মাস্তিময় জীবনকে তুমি যদি উপভোগ না করতে পার, সেটা কি আমার দোষ ???
আত্মাঃ অনেক চেষ্টা করেছি তোমার মাস্তিময় জীবনের সাথে মিশে যেতে... কিন্তু এগুলো কেবলমাত্র সাময়িক আনন্দ দিয়েছে, আর দিয়েছে গভীর এক শূন্যতা.... প্রকৃত ভালোবাসার শূন্যতা.... প্রকৃত আনন্দের শূন্যতা...
আমিঃ প্রকৃত ভালোবাসা... প্রকৃত আনন্দ... আমিও পেতে চাই.....!! তাইতো বিকেলে অহনা... সন্ধ্যায় লিজা.... রাতে রুমার কাছে এগুলো খুজে ফিরি....!
আত্মাঃ এভাবে কি আর প্রকৃত ভালোবাসা -আনন্দ খুজে পাওয়া যায়....!! প্রকৃত ভালোবাসা-আনন্দ হৃদয়ের সাথে মিশে থাকে..! আর হৃদয়ের প্রকৃত ভালোবাসা-আনন্দ হল আত্মতুষ্টি...!
আমিঃ আত্মতুষ্টি...! কিভাবে সম্ভব...?? এটাতো অসম্ভব একটি বিষয়....!
আত্মাঃ সম্ভব... অলীকের পিছনে ঘুর না... হৃদয়কে শ্রান্ত কর.... নিজের দায়িত্ব পূরণ কর...
হটাৎ ফোনের শব্দে ঘুম ভেঙ্গে যায়... অহনার ফোন এসেছে.... এখন আর অহনার ফোন ধরতে ভাল লাগছে না... মৃদু সূরে ফোনের রিংটোন বেজে চলেছে.... আর আমার উদাস মন সামনের গভীর অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে... প্রকৃত সুখের সন্ধ্যানে.....
আত্মাঃ তুমি আমাকে এত কষ্টে রেখেছ...!! অবস্থা আর কেমন হবে ???
আমিঃ কি..!! কষ্ট মানে ??? যা করি সব তোমার আনন্দের জন্যই করি... তোমার কষ্টের জন্য নয়.. বিকেলে তোমার স্বপ্নকুমারী, অহনার সাথে ঘুরি.. ঘুরে এসে সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিই লিজাকে নিয়ে... রাতে রুমার সাথে ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি..... সবকিছুই তোমার সুখের জন্যই করি....
আত্মাঃ তাহলে অধিকাংশ সময় আমার মন খারাপ থাকে কেন ??? এই সুখস্মৃতি গুলো সাময়িক কেন ??? কেন সারাদিন আমি অন্তদহণে প্রজ্বলিত হয়???
আমিঃ তুমিতো আছো আত্মিক সুখ নিয়ে !! এতো মাস্তিময় জীবনকে তুমি যদি উপভোগ না করতে পার, সেটা কি আমার দোষ ???
আত্মাঃ অনেক চেষ্টা করেছি তোমার মাস্তিময় জীবনের সাথে মিশে যেতে... কিন্তু এগুলো কেবলমাত্র সাময়িক আনন্দ দিয়েছে, আর দিয়েছে গভীর এক শূন্যতা.... প্রকৃত ভালোবাসার শূন্যতা.... প্রকৃত আনন্দের শূন্যতা...
আমিঃ প্রকৃত ভালোবাসা... প্রকৃত আনন্দ... আমিও পেতে চাই.....!! তাইতো বিকেলে অহনা... সন্ধ্যায় লিজা.... রাতে রুমার কাছে এগুলো খুজে ফিরি....!
আত্মাঃ এভাবে কি আর প্রকৃত ভালোবাসা -আনন্দ খুজে পাওয়া যায়....!! প্রকৃত ভালোবাসা-আনন্দ হৃদয়ের সাথে মিশে থাকে..! আর হৃদয়ের প্রকৃত ভালোবাসা-আনন্দ হল আত্মতুষ্টি...!
আমিঃ আত্মতুষ্টি...! কিভাবে সম্ভব...?? এটাতো অসম্ভব একটি বিষয়....!
আত্মাঃ সম্ভব... অলীকের পিছনে ঘুর না... হৃদয়কে শ্রান্ত কর.... নিজের দায়িত্ব পূরণ কর...
হটাৎ ফোনের শব্দে ঘুম ভেঙ্গে যায়... অহনার ফোন এসেছে.... এখন আর অহনার ফোন ধরতে ভাল লাগছে না... মৃদু সূরে ফোনের রিংটোন বেজে চলেছে.... আর আমার উদাস মন সামনের গভীর অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে... প্রকৃত সুখের সন্ধ্যানে.....