কখনো কখনো ঘুমের মাঝে দেখা স্বপ্নগুলো জীবনে অন্যরকম এক আনন্দ অনুভূতির জন্ম দেয়.. কিছুদিন জীবনকে করে রাখে আবেগাল্পুত.... তেমনি এক স্বপ্ন এসেছিল আজ...
কিউট নিষ্পাপ চাঁদেরমতো সুন্দর নাদুসনুদুস প্রথম টুইন কন্যা সত্নানের ছোট ছোট পদচারণায়, দুষ্টুমিতে, আর আব্বু-আম্মু ডাকে আমাদের সংসার যেন সর্বদা আনন্দময়......
যেমন আজ......
আমার এক হাতের উপর চলছে আমার ছোট্ট এক সোনামনির রংপেন্সিলের নানা কারুকার্য আর মাথায় উপর চলছে অপর সোনামনির বিকশিত প্রতিভার ব্যবহারিক প্রয়োগ..... মাঝে মাঝে দুই প্রিন্সেসের মাঝে চলছে চিল্লানি.... কার কারুকার্য বেশি সুন্দর... কারটা কম!!!!! একজনের উৎফুল্লতা...আরেকজনের কান্না....
কান্নার শব্দে শুনে মাঝে মাঝে আরো একটি শব্দ ভেসে আসছে রান্নাঘর থেকে... যে কন্ঠে মিশে আছে সন্তানের প্রতি অকৃত্রিম ভালবাসা heart emoticon .... আমার প্রতি অনুযোগের heart emoticon সুর.... কেন আমি আমার টুইন প্রিন্সেসদের এইটুকু সময়ও আগলে রাখতে পারছি না????
হঠাৎ প্রিন্সেসদের কান্নাশুনে ছুটে আসে সে... আমি আর সে দুজনেই ব্যস্ত প্রিন্সেসদের কান্না নিবারণে.... বাচ্চাদের কান্না চলছে আর আমাদের মাঝে চলছে বাচ্চাদের কান্না থামানোর মজাদার হাস্যকর নানবিধ উপায়ের প্রয়োগ......
এইতো জীবনের সার্থকতা... জীবনের সুখের মুহুর্ত....
( দুঃখ একটাই রানীকে চেনাচেনা মনে হলেও চিন্তে পারলাম না....! tongue emoticon )