Saturday, 26 March 2016

মানুষ সর্বত্তোম সৃষ্টি

আজ থেকে মেয়েটির নতুন জীবনের শুরু... কাঙ্খিত সেই ফুলশয্যার রাত.... সারাজীবন ধরে বুনে আসা 'সুন্দর সুখি পরিবার গঠন' স্বপ্নের বাস্তবায়নের শুরু আজ থেকেই... অথচ বালিশে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মেয়েটি... সবচেয়ে নিরাপদ আশ্রয় বাবার বাড়ি ছেড়ে, এ বাড়িতে আসার পর থেকেই তার স্বপ্নভঙ্গের শুরু...
শত শত প্রতিবেশি এসেছে নতুন বউকে দেখতে... মেয়েটির মুখের সামনে কেউ কিছু না বললেও, দরজার আড়ালে যেতেই মেয়েটির সম্পর্কে নানা বাজে মন্তব্য শুরু করেছিল.... যার অনেক কথাই মেয়েটি শুনতে পেয়েছিল....
"মেয়েটির চেহারার চেয়ে, আমার বাড়ির ভাত রান্না করা হাড়িও বেশি সুন্দর..!!!!"
" এমন নাক ভোঁতা মেয়ে আমি জীবনে দেখি নি...!!!!! "
" চোখতো নয় যেন আস্ত একটা পুকুর...!!! "
" মেয়েটির মাথার চুলের চেয়ে, রসুয়ের মায়ের ছাগলের গায়ের পশমই বড় হবে...!!! "
" দাঁততো নয় যেন এক একটা কোদাল...!!! "
.................
.................
.................
"কি রকম বিচ্ছিরিভাবে হাসে, হাসার সময় মুখের দুপাশে যেন ভারত-বাংলাদেশের বর্ডার তৈরী হয়...!!! "
কথাগুলো স্মরণ করে মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চোখদুটো লাল করে ফেলেছে... চারিদিকে পিনপতন নিরাবতা শুধু মেয়েটির ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁন্নার অস্পষ্ট শব্দ....
নিঃশব্দে দরজা বন্ধ করে মেয়েটির দিকে এগিয়ে আসছে বর... পরম যত্নে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে উঠে.....
"আমার দেখা সবচেয়ে সুন্দর, স্বপ্নপূরীর সুন্দরী রাজকন্যার চোখে জল...?? এমন মধুর কাঙ্খিত সময়ে এমন ফোলা ফোলা চোখের দৃষ্টি আমাকে ইমোশনাল করে দিচ্ছে...!! তোমার মায়াবী হরিণী চোখ, ঘন কালো চুল, দুধে-আলতা চেহারা, সুউচ্চ নাক, মুক্তঝরানো হাসি দেখবো বলে, আমিতো সেই কখন থেকেই আত্মহারা হয়ে আছি... এমন সুন্দর কাঙ্খিত সময়কে এভাবে অভিমানে নষ্ট হতে দিও না..."
বরের কথা শুনে, মেয়েটির কাঁন্না থেমে যায়... মনের মাঝে প্রশ্ন জেগে উঠে মেয়েটির...
"আসলেই কি আমি সুন্দর..???? নাকি এই মধুচন্দ্রিমা রাতকে নিজের জন্য মধুময় করতেই, এমন কপটতার আশ্রয়...?? "
মেয়েটির মনের মাঝে উদিত এসব প্রশ্নের উত্তর পেতে, বরকেই প্রশ্ন করে উঠে....
" আমি কি আসলেই সুন্দর নাকি সবই তোমার শাত্বনা...? "
মেয়েটির প্রশ্ন শুনে, বর হেসে ফেলে... দুহাত দিয়ে মেয়েটির চিবুক আস্তে করে চেপে ধরে... একহাত দিয়ে মেয়েটির মুখটি আলতো করে তুল ধরে, চোখে চোখ রেখে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে... এরপর ফিসফিস করে বলতে থাকে...-
" তুমি সত্যিই অনেক.... অনেক..... সুন্দর...!! আমার কাছে তুমি স্বর্গের অপ্সরী... জান্নাতি হূর...!! তোমার চেয়ে সুন্দর সৃষ্টি পৃথিবীতে দ্বিতীয়টি নেই...!! সবচেয়ে সুন্দর করেই মহান আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন... তোমার কি সূরা তীনের ৪ নং আয়াতের সেই অর্থ জানা নেই...?? যেখানে আল্লাহ বলেছেন-
ﻟَﻘَﺪْ ﺧَﻠَﻘْﻨَﺎ ﺍﻟْﺈِﻧْﺴَﺎﻥَ ﻓِﻲ ﺃَﺣْﺴَﻦِ ﺗَﻘْﻮِﻳﻢٍ (৪
অর্থ: “অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।” "

Dr. Zubiear

About Dr. Zubiear

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :