আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।।
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।।
ভাই থামেন! আর চাপাবাজির দরকার নেই! আপনার গানের কথা আর মনের কথা যে এক না, সেটা সবাই জানে এবং বুঝতে পারে...
আপনিই বাংলার পরিবর্তে হিন্দি বলেন..
বাংলা নববর্ষে হিন্দি গান বাজান...
বাবা-মা না বলে Mammy-Daddy বলেন...
বাঙালি পোষাক ছেড়ে ওয়েস্টার্ন পোষাক পড়েন.
আপনিই 31 নাইট পালন করেন...
এখনো ইংরেজদের শেখানো বুলি আওড়ান...
আপনিই ভুলে গেছেন ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে বাংলায় কত তারিখ ছিল...!
আর কত নির্লজ্জতা দেখাবেন....?
আর কত বেহায়াপনা করবেন....?
শহীদ মিনারে ফুল দিয়েই আপনার দায়িত্ব শেষ নয়...বরং এটা স্পষ্টত শিরক....
এসব থেকে ফিরে আসুন....
বরং এসব শহীদদের রুহের মাগফিরাত কামনা করুন...তাদের জন্য আল্লাহর কাছে দুয়া করুন...
এসব শহীদেরা যেমন অন্যায়ের সামনে মাথা নত করেনি, আপনিও অন্যায়ের সামনে
মাথা নত করা থেকে বিরত থাকুন... হৃদয়ের মাঝে দেশের প্রতি, দেশের মানুষের
প্রতি, দেশের সংস্কৃতির প্রতি, দেশের ভাষার প্রতি ভালোবাসা গড়ে তুলুন.. ..
দেশকে ভালবাসুন... দেশের মানুষকে ভালবাসুন... দেশের সংস্কৃতিকে ভালবাসুন...
আর এসবের সবকিছুই করুন আল্লাহর নাফরমানি না করে, তার দেখানো পথ অনুসরণ করে...
(দেশ, ভাষা ও শহীদদের প্রতি সত্য ভালবাসা....।)
Saturday, 26 March 2016
দেশ, ভাষা ও শহীদদের প্রতি সত্য ভালবাসা.
Related Products
About Dr. Zubiear
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.