আজ মা দিবস। মায়ের প্রতি ভালবাসা প্রকাশের দিন! বন্ধুরা সব তাদের মায়ের সাথে তোলা সেল্ফি আপলোড দিবে! আমি কেন পিছিয়ে থাকব...?? আমার মতো সেলিব্রেটি যদি মা দিবসে মায়ের সাথে একটা সেল্ফি আপলোড না দেয়, তাহলে মানসম্মান কোথায় যাবে..??? যে করেই হোক আজকে মায়ের সাথে একটা সেল্ফি তুলে ফেসবুকে আপলোড দিতেই হবে!
চিন্তা করতে করতেই " জেরিয়েট্রিক হোম " এর সুন্দর দরজার সামনে আমার প্রাইভেট কারটি থামল। অনন্ত সুন্দর একটা জায়গা! চারিদিকে সবুজ-শ্যামল নিস্তব্ধ পরিবেশ! কোন কলহল নেই! নেই কোন অভাব অনটন! এখানে সবাই আমার মায়ের বয়সী! তাদের খাওয়া-দাওয়ার কোন কষ্ট নেয়! রয়েছে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা! বিনোদনের অভাব নেই! কোন কিছুর অভাব নেই! চারিদিকে শুধু প্রাচুর্য আর প্রাচুর্য!
গতবার ঠিক একবছর আগে এইদিনে মাকে নিয়ে ঘুরতে গিয়ে যে ছবিটি তুলেছিলাম, যদিও এর মাঝে মায়ের সাথে দেখাতো দুরের কথা, একটি কথাও হয়নি, ফেসবুকে সেটিতে প্রায় ১ লক্ষ্য লাইক, ৩০ হাজার কমেন্ট পড়েছিল! এবার এমন একট ছবি দিব যেন ১ লক্ষ্য কমেন্টই পড়ে!
গাড়ি থেকে নেমে, মায়ের রুমে গিয়ে মাকে দ্রুত রেডি হতে বললাম! মাকে নিয়ে আজকেও ঘুরতে যাব! অনেকগুলো ছবি তুলবো! আর সেগুলো এক এক করে আপলোড দিব! সবাই ছবিগুলো দেখবে আর আমি যে মাকে কতটা বেশি ভালবাসি, সেটা নিয়ে কমেন্টে ঝড় তুলবে!!
দ্রুত ঘুরা শেষ করে ও কাঙ্খিত ছবিগুলোতুলে, মাকে আবার "জেরিয়েট্রিক হোম" এ রেখে এলাম! ফেসবুকে ছবিগুলো আপলোড দিতে দিতেই বাসায় চলে এলাম!
এসে দেখি বউ রেডি হয়ে বসে আছে, একটি আলোচনা অনুষ্টানে যাবে আমার সাথে! যে অনুষ্টানে আমি সভাপতিত্ব করব, যে সংস্থা এটির আয়োজন করেছে, সেটার প্রধান আমি!
"গতবারের মতো এবারো এই অনুষ্টানের আলোচনার একমাত্র বিষয়-"
" বৃদ্ধাশ্রম প্রতিরোধে - সন্তানের দায়িত্ব ও কর্তব্য ?"
[ এমনি যদি হয় আমাদের মায়ের প্রতি ভালবাসা, তাহলে প্রতিবছরের ৮ এপ্রিলের অনুষ্টানের একমাত্র বিষয় হবে - " বৃদ্ধাশ্রম প্রতিরোধ - সন্তানের দায়িত্ব ও কর্তব্য? " ]