বুকে ব্যথা, ঘাড়ে টান, হাত করে টনটান
রুগী এলো মোটাতাজা, সে!! আপদ রাজা!
ঝুলিয়ে গলায় তার, ছুটে এল ডাক্তার
দেখে-শুনে-পালস মেপে, ইলেক্ট্রো-কার্ডিওগ্রাম।
অবস্থা করুন রুগীর, পরিস্থিতি প্রতিকুল,
হাসপাতাল! সে যে সুবিধাবিহীন!
অতিদ্রুত নিতে হবে, সি-সি-ইউ
সাথে লাইফ সেভিং ক্লোপিড-এসোরিন!
ডাক্তার মহাশয়, খেঁয়েছে অগাধ চড়!!
পেয়েছে উচিত শিক্ষা, গতবার!
যদিওবা এ পথ্যে, বাঁচার সম্ভাবনা বাড়ে,
তাতে কি যায় আসে! নিজের প্রাণ আগে!!
গতবার কালাচাঁন, এভাবেই এসেছিল
ক্লোপিড-এসোরিন দিয়ে, রেফার দিয়েছিল সদরে
মন্দ ভাগ্য তার- চলে গেল পরপার, পথিমধ্যে!
খবরে বেরুল - "ভুল ঔষুধে, রুগীর মৃত্যু"
কি যে, সেই ঝামেলা! জীবনেও ভুলবে না!
থানা-কোর্ট ঘুরে-ঘুরে, পেয়েছে জীবন ফিরে,
না! বাবা! আর না! হার্ট এট্যাক, আর না!
এমন রুগীকে আর ঔষুধ না!