সুন্দর ফুটফুটে দুরন্ত এই শিশুটিকে, পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে...
বাচ্চা মেয়েটির বয়স কতই বা হবে... ৮ অথবা ৯ বছর... ৯-১০ দিন পূর্বে বিকেলে যখন, গ্রামে, খেলার সাথীদের সাথে খেলতে ছিল, তখন রাস্তায় গাড়ির সাথে এক্সিডেন্ট করে। শিশুটির পায়ে আঘাত লাগে, পা বিভিন্ন জায়গায় ছিলে যায় & ব্লিডিং হতে থাকে...
সবাই মিলে বাচ্চাটিকে গ্রামের ঔষুধের দোকানদারের কাছে নিয়ে যায়... ঔষুধের দোকানদার কিছু ব্যথা আর গ্যাসের ঔষুধ দিয়ে, পা কাপড় দিয়ে বেধেঁ দেয়.....
কিছুদিন পর শিশুটির খিচুঁনি শুরু হলে ওয়ার্ডে ভর্তি হয়... গতকাল ভোর বেলায়, আমাকে শিশুটির বাবা ডাক দেয় কারন শিশুটির দাঁতে দাঁত আটকিয়ে আছে... সাথে সাথে রুগীর কাছে গিয়ে দেখি রুগীর lock jaw হয়ে আছে। আরো খেয়াল করলাম রুগীর পা কাপড়ে বাঁধা.... পা কাপড়ে বাঁধার কারন জিঙ্গেস করতেই উপরের কাহিনীটি বলল আমাকে...
আমি রুগীর এটেনডেন্টকে বললাম, এক্সিডেন্টের পর কোন ডাক্তারকে দেখিয়েছেন কিনা?? ডাক্তার কোন ভ্যক্সিন দিয়েছিল কিনা???
তারা ডাক্তার দেখাইছে কিন্তু (সেই ডাক্তার ছিল গ্রামের ওষুধের দোকানদার) কোন ভ্যক্সিন দেয়নি... দিবে কি করে??? সে যে গ্রাম্য ডাক্তার!!! অনেক বড় ডাক্তার সে!! এমন অনেক রুগীই সে ভাল করে দিয়েছে!! কিন্তু এবার ধরা খেয়েছে সেই গ্রাম্য ডাক্তার, শিশুটির টিটেনাস হয়ে গিয়েছে....
( যদি কোন MBBS ডাক্তারকেও দেখাতো তাহলে, সেই ডাক্তার অবশ্যই টিটেনাস এর ভ্যক্সিন দিয়ে দিত, আর শিশুটি টিটেনাস থেকে রক্ষা পেত)
শিশুটিকে এরপর স্যাররা TIG, প্রয়োজনীয় ও সাপোর্টিভ ট্রিটমেন্ট দেন। কিন্তু বিকেলে যখন আবার স্যাররা ঔ শিশুকে দেখতে যান, তখন আর শিশুটিকে পাওয়া যায়নি হাসপাতালে... শিশুটির পরিবার শিশুটিকে হাসপাতাল থেকে পালিয়ে নিয়ে গেছে, বড় কোন কবিরাজকে দেখাবে বলে.....
শিশুটির যতটুকু বেঁচে থাকার সম্ভাবনা ছিল, তাও শেষ হয়ে গেল.... এই সুন্দর ফুলের মতো পবিত্র শিশুটিকে, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সামান্য একটু ভুলের জন্য....
আসুন আমরা এমন সামান্য ভুল আর না করি, যাতে কোন নিষ্পাপ শিশুকে দুনিয়া ছেড়ে না ফেরার দেশে চলে যেতে হয়....