আড়াই বছরের ছোট্ট কিউট মিষ্টি ALL ( acute lymphoblastic leukaemia) বাচ্চাটির ব্লিডিং হচ্ছে... বিকেলে বাচ্চাটির দাদু ২০০মিলি রক্ত দিয়েছে বাবুটিকে....
এখনো ব্লিডিং হচ্ছে.... জরুরী ভিত্তিতে আরো ২০০মিলি রক্ত লাগবে... কিন্তু ডোনার পাওয়া যাচ্ছে না.... দাদু আরো ২০০মিলি রক্ত দিতে চাচ্ছে কিন্তু ব্লাড ব্যাংক থেকে উনার থেকে আর রক্ত নিতে চাচ্ছে না, কেননা উনি কিছুক্ষণ আগেই রক্ত দিয়েছেন....
বুদ্ধিমান দাদু এবার ব্লাড ব্যাংক থেকে রক্ত ম্যানেজ করে আনলেন... কিভাবে রক্ত পেলেন, জিঙ্গাসা করলাম উনাকে, কেননা জরুরী ভিত্তিতে রাত ২টায় ২০০মিলি রক্ত পাওয়া সম্ভব না....
দাদুর উত্তর শুনে, আমি কিছুক্ষণ স্টাচু হয়ে দাঁড়িয়ে ছিলাম, দ্বিতীয় বার একই নামে ব্লাড নিতে অস্বীকার করাই, দাদু নিজের নাম পরিবর্তন করে ব্লাড দিয়েছে, তার দাদু ভাইয়ের জন্য... আর দাদী?? সারারাত জেঁগে, নাতনীর ব্লিডিং টা মুছে যাচ্ছে....
নাতী-নাতনীদের প্রতি এমন নির্ভেজাল ভালোবাসা আছে বলেই মনে হয়, অন্যান্ন দেশের থেকে আমাদের দেশের নাতী-নাতনীদের কাছে অন্যতম একজন প্রীয় ভালোবাসার মানুষ, এসমস্ত দাদু ও দাদীরা....
#বেঁচে_থাকুক_দাদা_দাদীর_ভালোবাসা
(১৫.৬.১৭- ৩.৩০)