Skip to main content

Posts

বোকা ছেলেদের কাউকে নিয়ে দেখা স্বপ্নগুলো কখনো সফল হয় না

বোকা ছেলেদের কাউকে নিয়ে দেখা স্বপ্নগুলো কখনো সফল হয় না..... প্রথমেই এই ছেলেগুলো যে ভুলটি করে, তা হল- নিজের স্বপ্নের কথা ভণিতা ছাড়াই মেয়েটিকে জানিয়ে দেয়..... ফলশ্রুতিতে ছেলেটি অপমানিত হয়ে নিজের স্বপ্নকে লুকিয়ে রাখতে বাধ্য হয়..... এরপর দীর্ঘ অপেক্ষার শেষে ছেলেটি যখন মেয়েটির সংস্পর্শে আসার সুযোগ পায়, তখন নিজের দেখা স্বপ্নকে লুকিয়ে রেখে বন্ধুত্বপূর্ণভাবে পাশাপাশি এগিয়ে চলে..... এভাবে পাশাপাশি চলার সুযোগকেই ছেলেটি, অনেক বড় একটা প্রাপ্তি মনে করে.... ফলশ্রুতিতে অনেক সুযোগ পেয়েও ছ েলেটি হৃদয়ের মাঝে লুকিয়ে রাখা তার স্বপ্নকে কখনোই আর মেয়েটির কাছে প্রকাশ করে না...... ছেলেটি একটা কথায় মাথায় রাখে, আর কোন বোকামি যেন তাকে মেয়েটির কাছ থেকে দূরে সরিয়ে না দেই.... এভাবে বোকা ছেলেরা নিজের হৃদয়ের মাঝে স্বপ্নকে লুকিয়ে রেখে, বন্ধুবেশে একসাথে এগিয়ে চলে.... বোকা ছেলেরা এভাবেই নিপুণ অভিনয় করে যায় আর মেয়েটি বঞ্চিত হয় প্রকৃত স্বপ্নের রানী হওয়া থেকে.....

আত্মউপলদ্ধি

গভীর রাত... বারান্দার ইজি চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছি... হঠাৎ রেলিং এর উপর নিজের প্রতিবিম্ব দেখে ভড়কে গেলাম... "কে...?? কে তুমি...??" বলে চিৎকার করে উঠলাম... "আমি তোমার আত্মা" উত্তর শুনে শিহরিত হয়ে উঠলাম.. ভয়ে ভয়ে প্রশ্ন করলাম.. "কি হয়েছে তোমার?এমন অবস্থা কিভাবে হল তোমার...??" আত্মাঃ তুমি আমাকে এত কষ্টে রেখেছ...!! অবস্থা আর কেমন হবে ???

রাতে খাবার টেবিলে......

ছোট বোনঃ ভাইয়া তোমার বউটা অনেক পচা !!!! ভাইঃ কেন ??? কি করেছে তোমার ভাবী ??? ছোট বোনঃ আজ তুমি যে ইলিশটা এনেছ সেটা দিয়ে আমি নিজের হাতে তোমার সবচেয়ে পছন্দের সরর্ষে ইলিশ রাঁধতে চেয়েছিলাম !! কিন্তু ভাবী আমাকে সরর্ষে ইলিশ করতে দেই নি !!

কখনো কখনো অজান্তেই হৃদয়ে কিছু কিছু স্বপ্ন ফুটে উঠে।

কখনো কখনো অজান্তেই হৃদয়ে কিছু কিছু স্বপ্ন ফুটে উঠে। এর মাঝে কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আবার কিছু কিছু স্বপ্ন বাস্তবে এসে ধরা দেয়। হয়তোবা ঝরে যাওয়া স্বপ্নগুলো নতুনকোন স্বপ্ন দিয়ে ঢাকা পড়ে যায়! এভাবে নতুন নতুন স্বপ্ন দেখতে দেখতে হৃদয় একসময় ক্লান্ত হয়ে যায়! হৃদয়ের মাঝে জমে থাকা ভালোবাসাগুলো তার সজীবতা হারিয়ে ফেলে। ধীরে ধীরে স্নিগ্ধ হৃদয় ঊষর মরুভূমিততে পরিণত হয়! কিন্তু যদি হৃদয়ের মাঝে ফুটে উঠা স্বপ্ন একবার ভাষা খুজে পায়, তখন এই স্বপ্নকে কেন্দ্র করে জেগে উঠে নতুন নতুন স্বপ্ন। যে স্বপ্নের কেন্দ্রবিন্দুতে থাকে শুধু সেই স্বপ্নকুমারী! নতুন এই স্বপ্নগুলো হৃদয়ে জমে থাকা ভালোবাসাগুলোকে সজীবতা দান করে। আমৃত্যু এই ভালোবাসা জেগে থাকে হৃদয়ে। তোমাকে নিয়ে আমার দেখা এই স্বপ্নকে কেন্দ্র করে, আমরা কি পারি না জীবনকে সাজাতে?? নতুন কোন স্বপ্ন দেখতে?? যে স্বপ্ন গড়ে উঠবে দুজনের ভালোবাসায়!! যেখানে বয়ে যাবে দুজনের সম্মিলিত ভালোবাসার স্রোত!! তোমাকে নিয়ে দেখা স্বপ্নকে কেন্দ্র করে অপেক্ষার প্রহর গুণছি!! জানিনা এই অপেক্ষার শেষ পরিণতি কি হবে!! তোমাকে নিয়ে দেখা স্বপ্নকে কেন্দ্র করে ন...

নিপা ভাইরাস - গঠন, রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

নিপা ভাইরাস হেনিপা ভাইরাস (Henipavirus) প্যারামিক্সো ভাইরাসমূহের একটি গণ যা প্যারামিক্সোভিরিডি (Paramyxoviridae) গোত্রের মনোনেগাভিরালিস (Mononegavirales) বর্গের অন্তর্গত। এই গোত্রের ২টি সদস্যের নাম হচ্ছে- হেন্ড্রাভাইরাস এবং নিপাহ ভাইরাস।

তোর হাতটি ধরে

তোর হাতটি ধরে বেচে থাকার স্বপ্ন দেখি তোকে পাশে রেখে সামনে এগিয়ে চলি তোর প্রেমে পাগল আমি, ছুটে চলে আসি চোখের ভাষায় ভালোবাসা খুজে ফিরি । তোর হাতটি ধরে বেচে থাকার স্বপ্ন দেখি তোকে পাশে রেখে সামনে এগিয়ে চলি তোর প্রেমে পাগল আমি, ছুটে চলে আসি চোখের ভাষায় ভালোবাসা খুজে ফিরি । হৃদয়ের প্রতিটি কোণে, চোখেরই মণিকোঠাতে তোর জাগানো প্রেম, জেগে উঠে বারে বার তোকে পেয়ে হায় জীবনের অর্থ খুজে পায় তোর ভালবাসাতে সিক্ত হয়ে যায় তোর ঠোটের হাসিতে... খুসিতে আমার প্রাণটি নাচে তোর চোখের মায়াতে... প্রেম জেগে উঠে হৃদয়ে তোর নুপুরের তালে তালে... ক্লান্তি ভূলে চলি পথের শেষে তোর ভালোবাসার প্রতিচ্ছবি দেখি। তোর মনের সাথে হৃদয় মিশে স্বপ্ন বুনে যায় গহীন অরন্যে ভালবেসে হারায় আমি তোর...ই মাঝে তোর হাতটি ধরে বেচে থাকার স্বপ্ন দেখি তোকে পাশে রেখে সামনে এগিয়ে চলি।

একটি চিঠি ও অবাক্ত ভালবাসা !! পর্ব ২

একটি চিঠি ও অবাক্ত ভালবাসা !! পর্ব ১ চিঠিটি পরেই জুঁইকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল রুমি । চোখের কোনায় এক সাগর জলরাশি নিয়ে জুঁইকে বলল “ ফারহানের মত ছেলে এমন পাগলামি করতে পারে আমি কখনোই কল্পনা করতে পারিনি । ফারহান আমাকে এতো ভালোবাসে আমি কেন আরও আগে বুঝতে পারলাম না । কেন ... কেন ... কেন ... ফারহানের যা কিছু হয়েছে সবকিছুর জন্য আমি দায়ী ! ফারহান তোমাকে আমি এই সুন্দর পৃথিবীতে আমাকে একা রেখে চলে যেতে দেবনা। তোমাকে কোমা থেকে ফিরিয়ে আনতে সকল বাবস্থা করব। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও তোমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনব , ফারহান । আমাকে ক্ষমা করে দিও । ’’ কথাগুলো বলেই কেঁদে ফেলল রুমি । জুঁই তার স্নেহ মাখা হাত রুমির মাথায় রেখে সান্ত্বনা দিতে দিতে বলল “ স্যাররা বলেছে , ভয়ের কোন কারন নেই । অনেক উঁচু থেকে পড়েছেল তাই মাথায় আঘাত লাগার সম্ভাবনা ছিল কিন্তু সিটিস্ক্যান তেমন কিছুই পাওা যায়নি । প্রচণ্ড মানসিক চাপ ও আঘাতের কারনে এমনটি হতে পারে বলে ধারনা করছেন স্য...