রুবি তোমাকে না দেখেই আমি তোমাকে আমার হৃদয়ের মাঝে স্থান দিয়েছি । জানিনা তোমার হৃদয়ের মাঝে কোন দিনও স্থান পাব কিনা ! তোমার হৃদয়ে স্থান পাওয়ার আশাতে তোমাকে আমি আমার হৃদয়ে স্থান দেয়নি । তোমাকে মন ভরে ভালবাসতে পারব বলেই আমার হৃদয়ে স্থান দিয়েছি । এই হৃদয়ের মাঝে ভালোবাসার যে জোয়ার এসেছে সেটা একমাত্র তোমার জন্যই । এই ভালোবাসার জোয়ার শুধু মাত্র তোমার জন্যই প্রবাহিত হয় । জীবন নামের নদিটি শুকিয়ে যাবে তবুও তোমার ভালোবাসার জোয়ার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও বহমান রেখে যাবো । জানি এই জোয়ারের স্রোত কখনো তোমাকে স্পর্শ করতে পারবে না তবুও তোমাকে স্পর্শের আশায় নিয়মিত জোয়ারে প্লাবিত করব ।
আজ পর্যন্ত তোমাকে দেখার সৌভাগ্য আমার হয় নি, তবে আজ তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে । জানি তোমাকে আজও দেখতে পাব না তবে আমার মনের মাঝে তোমার যে ছবি এঁকে রেখেছি তা এখন আমার চোখের সামনে ভাসছে ।
রুবি তোমাকে অনেক মিস করছি ..................