বন্ধু হওয়ায় যোগ্যতা সবার থাকে না !
আর তাদের সাথে জীবনের গল্প শেয়ার করার প্রশ্নয় উঠে না ।
যারা সামান্য মাস্তির জন্য একটি মিথ্যাকে সত্য হিসাবে প্রকাশ করে
তারা কিভাবে বন্ধু হওয়ার যোগ্যতা রাখে ??????
যারা সামান্য Influence পেলেই কারো একান্ত তথ্য প্রকাশ করে দেয় অবলীলায়
তারা বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না ।
হ্যাঁ বন্ধুদেরও মজা করার অধিকার আছে
কিন্তু সেটা অবশ্যই বন্ধুবলয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয় ।
কিন্তু সেই কল্পিত মজাদার কাহিনী যখন বন্ধুবলয়ের বাহিরে ছড়িয়ে দেয়
তখন কি তাদের কে বন্ধু হিসাবে মেনে নেয়া যায় ????
কখন কোথায় কি বলতে হয়, কি হতে পারে পরিনামে
এসব চিন্তা না করেই যখন কেঊ অপ্রাসঙ্গিক কথা ছড়িয়ে দেয়
সে কখনো আমার বন্ধু হতে পারে না ।
আমি তাকেই বন্ধু হিসাবে গ্রহন করি যে
নিজের সমস্যা আর বন্ধুর সমস্যাকে আলাদা করে না ।
যে নিজের গোপনীয়তাকে যেভাবে গোপন রাখে
বন্ধুর গোপনীয়তাকে তার থেকেও বেশী সিরিয়াসলি গোপন রাখে ।
এক সাথে থাকা, এক সাথে ঘোরা আর খাওয়ার মাঝেই বন্ধুত্ব সীমাবদ্ধ নয়
হাজার হাজার মাইল দূরে থেকেও বন্ধুত্ব গড়ে উঠতে পারে যেটা সময়ের পরিক্রমায়
ক্রমশ বৃদ্ধি পেতে থাকে , কখনোই দূরত্ব বাঁধা হয়ে দাঁড়ায় না ।
তোমাকে অনেক Miss করি বন্ধু Naim
Wednesday, 24 December 2014
বন্ধু হওয়ায় যোগ্যতা সবার থাকে না !
Related Products
About Dr. Zubiear
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.