আচ্ছা কাঊকে দেখে যদি মনের ভেতর বারে বারে এক অজানা অনুভূতির সৃষ্টি হয় তাহলে এটাকে কি বলে ???
ভালোলাগা নাকি ভালোবাসা ??????
সে যদি অজান্তেই মনের ক্যানভাসে রংতুলির আছড় কেটে বেড়ায় !! তাহলে এটাকে কি বলে ?
ভালোলাগা নাকি ভালোবাসা ??????
রাতের আঁধারে মনের আকাশে যদি সে তারা হয়ে জ্বলতে থাকে ! তাহলে এটাকে কি বলে ?
ভালোলাগা নাকি ভালোবাসা ??????
বিষণ্ণ সময়ে যদি সে কল্পনায় ভেসে উঠে ! তাহলে এটাকে কি বলে ?
ভালোলাগা নাকি ভালোবাসা ??????
তাঁকে দেখে যদি সময়কে থমকে দিয়ে অনন্তকাল ধরে দেখার ইচ্ছে জাগে ! তাহলে এটাকে কি বলে ?
ভালোলাগা নাকি ভালোবাসা ??????
প্রতিদিন একটু একটু করে যখন সে মনের গভীর থেকে আর গভীরে চলে যায় ! তখন এটাকে কি বলে ?
ভালোলাগা নাকি ভালোবাসা ??????
সে নিশ্চিত হারিয়ে যাবে জেনেও মনের গহীনে কেবল তারই ছবি ভেসে উঠে ! তখন এটাকে কি বলে ?
ভালোলাগা নাকি ভালোবাসা ??????
এটি কি আসলেই ভালোলাগা নাকি ভালোবাসা ???????????